‘সুইস ব্যাংকে অর্থ জমা নিয়ে বাংলাদেশ সরকার নির্দিষ্ট কারও তথ্য চায়নি’ বলে ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত যে বক্তব্য দিয়েছেন তা ভুল ছিল বলে জানিয়েছে সুইস অ্যাম্বাসি।
শনিবার (২৭ আগস্ট) এ বিষয়ে হাইকোর্টে দাখিল করা প্রতিবেদন থেকে জানা গেছে, প্রকাশ্যে ক্ষমা না চাইলেও সুইস ব্যাংকের তথ্য চাওয়া নিয়ে বক্তব্য ভুল ছিল বলে পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে সুইস অ্যাম্বাসি।
এর আগে, গত ১০ আগস্ট সুইস রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড বলেছিলেন, ‘সুইস ব্যাংকে জমা রাখা অর্থের বিষয়ে বাংলাদেশ সরকার সুনির্দিষ্ট কোনও ব্যক্তির জন্য তথ্য চায়নি।’
নাথালি চুয়ার্ডের এমন বক্ত্যবের পরের দিনই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কেন এ বিষয়ে তথ্য চাওয়া হয়নি তা জানাতে রাষ্ট্রপক্ষ ও দুদককে বলেছেন হাইকোর্ট। জাবাবে, গত ১৪ আগস্ট দুদক জানিয়েছে, তারা সুইস ব্যাংকের কাছে তথ্য চেয়ে সবশেষ তিনবার চিঠি দিয়েছে। পরে হাইকোর্ট জানিয়েছে, সুইস ব্যাংক থেকে যেহেতু তথ্য পাওয়া যায়নি, তাহলে সুইস রাষ্ট্রদূতের বক্তব্য প্রত্যাহার করা ছাড়া উপায় নেই।