মেয়েটি মধ্যবিত্ত পরিবারের। বেকার জীবনের অভিশাপ থেকে মুক্তি পেতে পা বাড়ায় সর্বনাশা মাদক ব্যবসায়। ঘটনাচক্রে খুন করে এক মাফিয়াকে। এরপর শুরু হয় আলো-আঁধারের জগতে এক রুদ্ধশ্বাস দৌড়। তা নিয়েই তরুণ নির্মাতা নাজমুল দিগন্তের ওয়েব শর্ট ফিল্ম ‘গ্যাঁড়াকল’।
হনন, পলায়ন, আইন, বোধ আর প্রতিশোধের জমজমাট ‘গ্যাঁড়াকল’ দেশের অন্যতম অনলাইন প্ল্যাটফর্ম বঙ্গবিডি-তে মুক্তি পেয়েছে শুক্রবার।
এতে অভিনয় করেছেন আইরিন আফরোজ, শিমুল খান, বাশরি অনন্যা, আরফান অনিক, নাজিরুল আপন, তন্ময় এইচ আর, মুকুল জামিল, শাহাদাত শিশির প্রমুখ।
মূল ভূমিকায় অভিনয় করা আইরিন আফরোজ জানান, মাদক ব্যবসায় জড়িয়ে পড়া তরুণীর গল্পটি অন্ধকার জগতের খানাখন্দে ভরা। কাজটা চ্যালেঞ্জিং ছিল। উপভোগ্য হবে বলেই আমাদের বিশ্বাস।
পরিচালক নাজমুল দিগন্ত সমকালকে বলেন, ‘গ্যাঁড়াকল’ ভিন্ন চিন্তার গল্প। ক্রাইম ড্রামা ধারার এই শর্ট ফিল্মে অপরাধ জগতের ভয়াবহ অন্ধকারে এক তরুণীকে পাওয়া যাবে। তার রুদ্ধশ্বাস যাত্রার এই উপভোগ্য গল্পে ভাবনার উপকরণ পাবে দর্শক।
নিয়মিত বিজ্ঞাপন নির্মাণ করা নাজমুল দিগন্ত নাটকও নির্মাণ করেন। তবে এটিই তার প্রথম ওয়েব শর্ট ফিল্ম। গ্যাঁড়াকলের গল্প ও চিত্রনাট্য লিখেছেন নির্মাতা নিজেই।