খরা এবং তাপদাহ মোকাবেলায় এবার কৃত্রিম বৃষ্টিপাত ঘটানো হচ্ছে চীনে। সুচিয়ান প্রদেশে নেয়া হয়েছে এই উদ্যোগ। খবর সাউথ চায়না মর্নিংয়ের।
কর্তৃপক্ষ জানায়, ক্লাউড সিডিং প্রক্রিয়ার মাধ্যমে মেঘ থেকে ঝরানো হচ্ছে বৃষ্টি। মূলত অপরিণত মেঘের ওপর ড্রাই আইস কিংবা সিলভার আয়োডাইডের মতো রাসায়নিক ছিটানো হয়। তারপর মেঘ ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায়। এ লক্ষ্যে ১৫টি রকেটে মাধ্যমে ছিটানো হয় রাসায়নিক, তৈরি করা হয় কৃত্রিম মেঘ। যা ২০ জেলার ৬’শ বর্গ কিলোমিটার এলাকাজুড়ে ঘটায় বৃষ্টিপাত।
এছাড়া দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় গুইঝৌ ও হেনান প্রদেশেও এ প্রক্রিয়ায় বৃষ্টিপাতের উদ্যোগ নেয়া হয়েছে। কর্তৃপক্ষ জানায়, তাপদাহের কারণে কিছু এলাকায় মেঘের ছিটেফোঁটাও নেই। ফলে সেসব এলাকায় কৃত্রিম বৃষ্টিও ঝরানো যাচ্ছে না।