রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: রাজারহাট উপজেলা লোক সংগীত একাডেমী’র আয়োজনে ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নে ভাওয়াইয়া যুবরাজ বীরমুক্তিযোদ্ধা প্রয়াত কছিম উদ্দিনের ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ আগস্ট) রাত ৮ টায় আওয়ামীলীগ নেতা মজিবুর রহমানের সভাপতিত্বে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক, ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও প্রাক্তন ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক রবীন্দ্রনাথ কর্মকার, লোক সংগীত শিল্পী অনন্ত কুমার দেব, কছিম উদ্দিন পরিষদ কুড়িগ্রামের সভাপতি মাহববুবার রহমান মোমিন, প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও গীতিকার তৌহিদ-উল-ইসলাম প্রমূখ।
স্মরণ সভা শেষে ৩জন গুণী শিল্পী অনন্ত কুমার দেব, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট লেখক আব্দুল খালেক ফারুক এবং প্রেসক্লাব রাজারহাটের সভাপতি এস.এ বাবলু কে সন্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন আবু যোবায়ের আল মুকুল, ভাইস প্রিন্সিপাল উলিপুর সরকারি কলেজ। অনুষ্ঠানটি পরিচালনা করেন রাজারহাট উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক ও উপজেলা লোক সংগীত একাডেমীর সভাপতি নাজমুল হুদা। শেষে অতিথি ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোমুগ্ধকর ভাওয়াইয়া ও লোক সংগীত পরিবেশিত হয়।