ভোলা প্রতিনিধি: ভোলায় চলছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন, ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহম্মেদের আত্মীয় স্বজনরা এই কোম্পানির দায়িত্ব পালন করছেন। বিএনপি’র শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ আজ আ’লীগ বন্ধ করে দিয়েছে। আ’লীগের সন্ত্রাসীরা বিএনপি’র শতাধিক নেতাকর্মীকে পিটিয়ে আহত করেছে। পুলিশ নিরাপত্তার অজুহাত দিয়ে আমার নির্বাচনী এলাকা বোরহানউদ্দিনে উপজেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে যেতে দেন নাই।
রবিবার (২৮ আগস্ট ) দুপুরে ভোলার মহাজনপট্রি জেলা বিএনপি’র কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ভোলার বোরহানউদ্দিন ও দৌলতখান আসনের সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহীম এসব কথা বলেন।
সাবেক সংসদ হাফিজ ইব্রাহিম বলেন, ইস্ট ইন্ডিয়া শাসন করে আমাদের দাবিয়ে রাখতে পারবে না। আমরা এর জবাব দিবো ইনশাআল্লাহ।
সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন ভোলা-২ আসনের বর্তমান সংসদ সদস্য আলী আজম মুকুল এলাকায় এতটা জনপ্রিয় যে আমি এলাকায় গেলে তার ভোট শূন্য হয়ে যাবে তাই সন্ত্রাসী বাহিনী অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে ভোট পাহারা দিচ্ছে। তিনি বলেন আমাকে আক্রমন করতে দৌলতখান বোরহানউদ্দিনে সন্ত্রাসী মহড়া দিচ্ছে এবং বিএনপির শতাধিক নেতাকর্মীকে মারধর করছে। এসময় তিনি সাংবাদিকদের একটি ভিডিও চিত্রে দেখান যে আ’লীগের নেতাকর্মীরা হেলমেট পড়ে জিআই পাইভ ও বিভিন্ন অস্ত্র-শস্ত্র নিয়ে মিছিল করছে।
তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যেমূল্য বৃদ্ধি ও ভোলায় পুলিশের গুলিতে জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম ও সেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ভোলার বোরহানউদ্দিন উপজেলা বিএনপির আয়োজনে আজ সকাল ১১ টায় বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন। বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা সাবেক সংসদ হাফিজ ইব্রাহীম।
বিএনপির বিক্ষোভ সমাবেশ বন্ধ করার জন্য গতকাল শনিবার রাত থেকেই আ’লীগের নেতাকর্মীরা হেলমেট পড়ে জিআই পাইভ ও বিভিন্ন অস্ত্র-শস্ত্র নিয়ে মিছিল করছেন। তারা বিএনপি’র নেতাকর্মীদের উপর হামলা করেন। তাদের হামলায় শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন।
এদিকে বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করতে গতরাতেই ভোলায় আসেন সংসদ হাফিজ ইব্রাহিম। আজ সকালে নেতাকর্মীদের সাথে নিয়ে বোরহানউদ্দিন যাওয়ার পথে ভোলার যুগিরগোল এলাকায় পুলিশের বাধার মুখে যেতে পারেনি হাফিজ ইব্রাহীম।
হাফিজ ইব্রাহীম আরও জানান, প্রশাসনের প্রতি সম্মান দেখিয়ে সংঘাত এড়ানোর জন্যই তিনি বোরহানউদ্দিন সমাবেশ করতে যাননি। তবে আগামীকাল সোমবার দৌলতখান উপজেলায় বিএনপির প্রতিবাদ সমাবেশ হবে বলে জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ট্রুম্যান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, যুগ্ন সম্পাদক আবু নোমান, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন, জেলা যুবদল সভাপতি জামাল উদ্দিন লিটন,জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জামিল হোসেন অদুদসহ বিএনপির সকল অংগ সংগঠনের নেতা কর্মীরা।