রাশেদ হোসেন রনি, জবি প্রতিনিধি : দেশীয় মূল্যবোধ বিরোধী পোশাকের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় বাংলাদেশের উচ্চ আদালতকে স্যালুট জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।
রোববার (২৮শে আগস্ট) জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শহীদ মিনারে ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী’দের ব্যানারে এক মানববন্ধনে তাঁরা এ স্যালুট জানায়।
মানববন্ধনে হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের শিক্ষার্থী মুহম্মদ মাহদী হাসান বলেন, গত ১৬ ই আগস্ট, ২০২২ তারিখে একটি মামলার পর্যবেক্ষণে উচ্চ আদালত পোশাকের স্বাধীনতার নাম দিয়ে যারা পশ্চিমা অপসংস্কৃতি আমদানি করছে তাঁদের বিরুদ্ধে বলেছেন। আমরা উচ্চ আদালতের এ পর্যবেক্ষণকে স্যালুট জানাই। তিনি আরো বলেন, পাবলিক প্লেস আর প্রাইভেট প্লেস এক নয়। পাবলিক প্লেসে কেউ অশালীন পোশাক পরলে তা অনেকের জন্য বিরক্তি বা নুইসেন্স হতে পারে। আর পাবলিক নুইসেন্স এক ধরণের ক্রাইম।
মানববন্ধনে মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আবু মুরসালিন বলেন, পৃথিবীতে সর্বোচ্চ ধর্ষণ প্রবণ রাষ্ট্রগুলোর মধ্যে দক্ষিণ আফ্রিকা, সুইডেন, কোস্টারিকা, মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি ইত্যাদি রাষ্ট্রগুলো রয়েছে। এ রাষ্ট্রগুলোতে অনেক নারীকেই ছোট পোশাক পরতে দেখা যায়। এ দুই বিষয়ের মধ্যে কোন সম্পর্ক রয়েছে কি না তা অবশ্যই গবেষণার বিষয়।
মানববন্ধনে ফিনান্স বিভাগের শিক্ষার্থী শুভ খান বলেন, পশ্চিমা রাষ্ট্র থেকে যদি কিছু আনতেই হয় তবে জ্ঞান বিজ্ঞান আনা উচিত, অপসংস্কৃতি নয়। শুভ খান আরো বলেন, উচ্চ আদালত পশ্চিমা অপসংস্কৃতির বিরুদ্ধে বলায়, অনেকে ফেসবুকে তা নিয়ে কটুক্তি করেছেন। এটা অন্যায়।যারা উচ্চ আদালতের বিরুদ্ধে এমন অবমাননাকর কাজ করে, তাঁদের আইনের আওতায় এনে বিচার দাবী করেন তিনি।