মীর দুলাল (হবিগঞ্জ) জেলা প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাটের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে ১৩ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার হবিগঞ্জ।
রবিবার (২৮ আগস্ট) বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা এর নেতৃত্বে চুনারুঘাট বাজার ও রাজারবাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
মূল্য তালিকা না থাকা, ওজনে কম দেয়াসহ বিভিন্ন অপরাধে চুনারুঘাট বাজারের মেসার্স রহিম ট্রেডার্স কে ৬,০০০ টাকা, মেসার্স মকসুদ ট্রেডার্স কে ৫,০০০ টাকা, এবং মেয়াদ উত্তীর্ণ পন্য বিক্রি করায় রাজার বাজারের মেসার্স সোয়েব স্টোর কে ২,০০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানে সহযোগিতা করেন শায়েস্তাগঞ্জ র্যাব ৯ এর একটি টিম।