হার্দিক পান্ডিয়ার এই ঊঁচিয়ে ধরা হাতের দিকে পাকিস্তানের উইকেট কিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের এমন অসহায় তাকিয়ে থাকার ছবিটাই বলে দেয় হাজার কথা। বোঝায় এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে হার্দিকের মাহাত্ম্য। অনেকেই বলতে বাধ্য হবেন, ‘হার্দিক পান্ডিয়া: রিমেম্বার দ্য নেইম।’
শেষ ওভারের প্রথম বলটা যখন রবীন্দ্র জাজেদার স্টাম্পটা ভেঙে দিল, তখন দর্শক সারিতে সুনসান নীরবতা। ভারতের জয়টা হাতছাড়া হচ্ছে নাকি পাকিস্তান হারবে; কোন কিছুই বোঝা যাচ্ছে না ঠিকঠাক। ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলটাও গেল সেভাবে। এবার খানিকটা দুলছে পাকিস্তানে পাল, শেষ হাসিটা হাসার স্বপ্নে বিভোর পাকিস্তানের সমর্থকরা।
এদিকে এক মহাকাল সমান চাপ নিয়ে তখন ক্রিজে ঘামছেন হার্দিক পান্ডিয়া। তিনিও হয়তো খানিকটা ঘাবড়ে গেছেন। কারণ মোমেন্টাম উল্টে গেলে, টাইমিংটা ঠিকঠাক না হলে সব লড়াই-শ্রম শেষ হয়ে যেতে পারে। তবে চাপকে কুপোকাত করে শেষ ওভারে চতুর্থ বলে ব্যাটের সুক্ষ্ম টানে এক দক্ষ শিল্পীর মতো লম্বা ছক্কা হাঁকালেন হার্দিক আর তার সেই শটেই হলো একটা টানটান উত্তেজনার থ্রিলার সিনেমার সমাপ্তি। রুদ্ধশ্বাস ম্যাচে প্রতিপক্ষ পাকিস্তানকে ৫ উইকেটে ২ বল হাতে রেখেই হারাল ভারত।
আর ভারতের এই জয়টাকে হার্দিক পান্ডিয়া বনাম পাকিস্তানের লড়াইও বলা যায় অবশেষে। মোহাম্মদ রিজওয়ান, ইফতিখার আহমেদ ও খুশদিল শাহকে আউট করে হার্দিক যেমন বল হাতে পাকিস্তানকে কাবু করেছেন। মাত্র ২৫ রানে ৩ উইকেট নিয়ে টার্গেট রেখেছেন ভারতের নাগালে।
তেমন বিপর্যয়কর মুহূর্তে চরম চাপেও মাথা ঠাণ্ডা রেখে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। ১৭ বলে তিনি ৩৩ রানের ঝড়ো ইনিংস না খেললে ভারতের অবস্থা কী হতো, তা যারা খেলাটা দেখেছেন মাঠে কিংবা টিভি পর্দায় আজ তারা হাড়ে হাড়ে টের পেয়েছেন নিশ্চয়ই। তাই হার্দিক একাই একশ বললেই যথেষ্ট নয়, বলতে হচ্ছে ‘হার্দিক একাই দুইশ’