রাশিয়ার বিরুদ্ধে দোনেৎস্কের ৫টি অঞ্চলে একযোগে এস-থ্রি হান্ড্রেড মিসাইল হামলার অভিযোগ করেছে ইউক্রেন। একই দিন ইউরোপের সবচেয়ে বড় পরমাণু বিদ্যুৎকেন্দ্রের আশপাশে মর্টার হামলা চালানো হয়েছে। এদিকে, রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের দখলে থাকা অঞ্চল শিগগিরই নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার ঘোষণা দিয়েছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর এপির।
সংবাদমাধ্যমের খবরে জানা যায়, রোববার (২৮ আগস্ট) ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ বাহিনী। এস-থ্রি হান্ড্রেড মিসাইল হামলায় বেশ কয়েকটি আবাসিক ভবন ও সরকারি স্থাপনা ধ্বংস হয়ে যায়। তবে হতাহতের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
কিয়েভের দাবি, শুধু খারকিভ নয়, এদিন দোনেৎস্ক অঞ্চলে কমপক্ষে ৫টি জায়গায় একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এ ছাড়া ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আশপাশের শহরগুলোতে গোলাবর্ষণের অভিযোগ করেছে ইউক্রেন।
দেশটির কর্মকর্তারা জানান, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এলাকা থেকে ডিনিপার নদীর ওপারের অঞ্চলে হামলা চালায় মস্কো। এসব হামলায় রকেট ও আর্টিলারি ব্যবহার করেছে রুশ বাহিনী। যদিও ইউক্রেনের সেনাবাহিনীর বিরুদ্ধে পরমাণু বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে পাল্টা গোলাবর্ষণের অভিযোগ করেছে মস্কো।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেঙ্কভ বলেন, কিয়েভে শাসকগোষ্ঠী পরমাণু বিপর্যয় তৈরি করতে চায়। যার দায় রাশিয়ার ওপর চাপানোর চেষ্টা করছে। কয়েক দিন ধরেই তারা পরমাণু বিদ্যুৎকেন্দ্রের চারপাশে হামলা চালিয়ে আসছে। এখন পর্যন্ত মোট ৯টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এর মধ্যে তিনটি ব্যর্থ হয়েছে।
তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অভিযোগ, বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে রাশিয়া। একই সঙ্গে শিগগিরই রুশপন্থি বিচ্ছিন্নতাবাদী নিয়ন্ত্রণ অঞ্চল নিজেদের দখলে নেয়ার ঘোষণা দেন তিনি।
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ‘দোনেৎস্ক সবসময় ইউক্রেনের সবচেয়ে ধনী এবং শক্তিশালী অঞ্চলগুলোর একটি। কিন্তু রাশিয়ার হামলায় প্রায় ধ্বংস হয়ে গেছে অঞ্চলটি। আমরা শিগগিই অঞ্চলটির নিয়ন্ত্রণ নিতে সক্ষম হব। ইউক্রেন দ্রুত আগের অবস্থানে ফিরে আসবে।’
এদিকে, ইউক্রেনকে সহযোগিতার জন্য হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেমস বা হিমার্সের উৎপাদন বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনীয়দের রুশবিরোধী চলমান যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা।