ভীত হয়ে বিএনপির সভা-সমাবেশে হামলা করছে সরকার, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (২৯ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বলেন, বিএনপির সমাবেশে পুলিশ নির্বাচারে গুলি করছে। সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে এই সরকারকে সরিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার আহ্বান জানান বিএনপি মহাসচিব।
মির্জা ফখরুল আরও বলেন, জনগণের ঐক্য দেখে সরকার ভয় পেয়েছে। সরকার খালেদা জিয়াকে তাদের জন্য সবচেয়ে বড় প্রতিবন্ধকতা মনে করে। তাই খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ যেতে দিচ্ছেন না বলেও জানান তিনি।