মানিকগঞ্জে আরিফ শিকদারকে হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকার অর্থদণ্ড দিয়েছেন জেলা দায়রা জজ আদালত। সোমবার (২৯ আগস্ট) বেলা ১২টায় জেলা সিনিয়র দায়রা জজ জয়শ্রী সমদ্দার এই আদেশ দেন।
এসময় মামলার আসামি হৃদয় আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত আসামি দৌলতপুর উপজেলার ব্রাম্মন্দী গ্রামের মেহের আলী শেখের ছেলে। নিহত আরিফের বাড়ি দৌলতপুর উপজেলার বাঘুটিয়ার গ্রামের ফকির পাড়ায়।
মামলা সূত্রে জানা যায়, চলতি বছরের ১২ মে সকাল ৯টায় সাটুরিয়া বেলতলা গ্রামের শ্যালো মেশিন ঘরে আরিফকে একা পেয়ে পূর্ব শত্রুতার জেরে ধান কাটার কাঁচি দিয়ে গলাকেটে হত্যা করে হৃদয়। ওই সময় আশেপাশের লোকজন শব্দ পেয়ে এগিয়ে এসে হৃদয়কে আটক করে পুলিশে সোপর্দ করেন।
মামলার তদন্ত শেষে সাটুরিয়া থানার এসআই জিয়াউল হাসান আদালতে হৃদয়কে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। সাক্ষী প্রমাণে দোষী সাব্যস্ত হওয়ায় আদালত এই আদেশ দেন।