জ্বালানি তেলের উপর ভ্যাট-ট্যাক্স কমেছে। তার কি প্রভাব পড়বে হিসাব-নিকেশ চলছে। দুই-একদিনের মধ্যে দাম সমন্বয় বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
সোমবার সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী।
এ সময় বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, অগ্রিম আয়কর কমেছে, আমরা কতটুকু কমাতে পারবো তা বিশ্লেষণ করা হচ্ছে। ৫ শতাংশ ট্যাক্স কমেছে খুচরা পর্যায়ে কতটুকু প্রভাব পড়বে। আমরা বড় আকারে আশা করেছিলাম, কিন্তু আন্তর্জাতিক বাজারে দাম আবার ঊর্ধ্বমূখী। পরিশোধিত ডিজেলের ব্যারেল প্রতি দাম উঠেছে ১৫০ ডলারে।
তেলের দাম কমানোর ইঙ্গিত দিয়ে তিনি জানান, ডিজেলের দাম ১১৪ টাকায় ৮ টাকার মতো ভর্তুকি রয়েছে। ভর্তুকি আরও বাড়বে।
এর আগে গত ৫ আগস্ট রাত ১২টার পর থেকে দেশে সব ধরনের জ্বালানি তেলের মূল্য বাড়ানো হয়। সেদিন প্রতি লিটার ডিজেল ১১৪ টাকা, কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা এবং পেট্রোলের মূল্য ১৩০ টাকা নির্ধারণ করা হয়। তার আগে ডিজেল ৮০ টাকা, কেরোসিন ৮০ টাকা, অকটেন ৮৯ টাকা এবং পেট্রোলের দাম ছিল এক লিটার ৮৬ টাকা।