রাকিবুল হাসান রাকিব,জয়পুরহাট প্রতিনিধিঃ দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ (এমইপিডি) প্রজেক্ট এর আয়োজনে এবং লার্নিং ফর চেন্জ এন্ড রেজিলিয়েন্স প্রজেক্টএর সহযোগিতায় শিক্ষা উপকরণ ও নগদ আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান মঙ্গলবার সকাল ১০ টায় প্রফেসর পাড়া কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর ট্যাকনিক্যাল সাপোর্ট অফিসার শলোমন মারান্ডির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জয়পুরহাট জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক ইমাম হাসিম।
বিশেষ অতিথির বক্তব্য দেন দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর প্রজেক্ট ম্যানেজার জর্জি বিশ্বাস, দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ (এমইপিডি) প্রজেক্ট এর এরিয়া ডেভেলপমেন্ট অফিসার শরিফুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে কুষ্ঠ আক্রান্ত ব্যক্তি,প্রতিবন্ধী ও হতদরিদ্র ব্যক্তিদের ৬২ জন মেধাবী সন্তানদের মাঝে ১টি স্কুল ব্যাগ, ৬টি খাতা, ৬টি কলম, ১টি স্কেলসহ নগদ অর্থ ২ হাজার থেকে ৩হাজার ৫শ টাকা পর্যন্ত প্রদান করা হয়েছে।