পর্দায় শাহরুখ খান-ক্যাটরিনা কাইফের রসায়ন দর্শকের বরাবরই পছন্দ। পর্দার বাইরে এবার তাদের এক পারিবারিক সমীকরণও তৈরি হতে চলেছে বলে গুঞ্জন চাউর হয়েছে।
মঙ্গলবার সেই সম্পর্কের ঝলক মিলল এক পার্টিতে। খবর আনন্দবাজারের।
শাহরুখ পুত্র আরিয়ান খান এবং ক্যাটরিনার বোন ইসাবেল কাইফকে দেখা গেল একসঙ্গে। সময় কাটাচ্ছেন, পার্টি করছেন তেমনই মুহূর্ত ফ্রেমবন্দি হয়েছে।
হিন্দি ছোট পর্দার অভিনেত্রী শ্রুতি চৌহানের জন্মদিনে হাজির হয়েছিলেন তারা। অভিনেতা করন ট্যাকার, আরিয়ান খান, ইসাবেল কাইফ-সহ হাজির হয়েছিলেন অনেকেই। শ্রুতির জন্মদিনের অনুষ্ঠানে আরিয়ান ইসাবেলের সঙ্গে সময় কাটানোর মুহূর্তই ফ্রেমবন্দি হয়েছে।
বোনের পথ অনুসরণ করে ইতোমধ্যে বলিউডে অভিষেক ঘটেছে ইসাবেলের। সুরজ পাঞ্চোলির সঙ্গে জুটিতে দেখা গিয়েছিল তাকে। তার আগামী ছবি ‘সুস্বাগতম খুশ আমদিদ’।