আমরা বাংলাদেশের উন্নতি করতে পেরেছি। কিন্তু আমাদের অনেক দূর যেতে হবে। আমি পরিকল্পনা করে দিয়ে যাচ্ছি। ২০৪১ সালের উন্নত দেশের এবং ২১০০ সালের বদ্বীপ পরিকল্পনা করে যাচ্ছি। এর বাস্তবায়ন করতে হবে তোমাদের। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় শোক দিবস উপলক্ষে বুধবার (৩১ আগস্ট) ছাত্রলীগের আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, আমেরিকা ইউরোপের অবস্থা ভয়াবহ। তাদের মতো পরিস্থিতি যেন আমাদের না হয় সেজন্য আগে থেকে সতর্ক থাকতে হবে। বিদ্যুৎ, পানি ও জ্বালানি সাশ্রয় করতে হবে, যাতে বড় কোনো সংকটে পড়তে না হয়।
চতুর্থ শিল্প বিপ্লবের জন্য নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এভাবে মানবতার সেবা করে যেতে হবে, লেখাপড়া শিখতে হবে। দক্ষ জনশক্তি চাই। চতুর্থ শিল্প বিপ্লবের জন্য প্রস্তুত হতে হবে। দূরদৃষ্টি সম্পন্ন হতে হবে।
সংগঠন শক্তিশালী করতে যেকোনো ত্যাগ স্বীকার করার জন্য নেতাকর্মীদের মানসিকতা গড়ে তোলার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সভাপতি বলেন, মন্ত্রিত্ব নয়, সংগঠন আগে। বঙ্গবন্ধুর আদর্শ অনুকরণ করা উচিত।