রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট প্রতিনিধি:
সারা দেশের চিনিকল গুলোকে লক্ষ্যমাত্রা অনুযায়ী ৫ বছর মেয়াদী আখ মাড়াইয়ের লক্ষে নতুন রোড ম্যাপ নিয়ে শুরু হয়েছে আখ রোপন কার্যক্রম। আখ চাষীদের উন্নতমানের সার, ঋণ সুবিধা, আখের মূল্যবৃদ্ধি এবং আখ বিক্রয়ের ৩ থেকে ৪ দিনের মধ্যেই আখের মূল্য পরিশোধ করা হবে। আখের ফলন বৃদ্ধি সহ চিনির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অধিক জমিতে উন্নত জাতের আখ রোপন করা হবে। ২০২২-২৩ রোপন মৌসুমে ২ লক্ষ মে: টন আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা নিয়ে আনুষ্ঠানকি ভাবে আখ রোপন উদ্বোধন উপলক্ষে জয়পুরহাট সুগার মিলস্ লিমিটেডের নিয়ন্ত্রাধীন এলাকায় এক যোগে ১শ’ ১০ স্থানে আখ রোপন শুরু হয়েছে।
এ উপলক্ষে জয়পুরহাট সুগার মিলস্ লিমিটেড এর কৃষি বিভাগের উদ্যোগে আখ রোপন ও চাষীদের নিয়ে রাঘবপুর কেন্দ্রে মতবিনিময় সভায় উদ্বোধনী অনুষ্ঠানে সদর দপ্তরের বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন এর পরিচালক (ইক্ষু উন্নয়ন ও গবেষনা) ও জয়পুরহাট সুগার মিলের অপারেটিং ডিরেক্টর কৃষিবিদ আশরাফ আলী প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন।
মিলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ আখলাছুর রহমান এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন মিলের মহাব্যবস্থাপক (কৃষি) তারেক ফরহাদ, সাবেক মহাব্যবস্থাপক (কৃষি) আব্দুস সালাম ফকির, উপ-মহাব্যবস্থাপক (সম্প্র) আব্দুর রউফ, আখ চাষী কল্যাণ সমিতির সাধারন সম্পাদক খাজা নাজিমুদ্দিন, মিলের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি আলী আখতার, সাধারন সম্পাদক আহসান হাবীব রুমেল, বিশিষ্ট আখচাষী মাহমুদ আলী মাস্টার, মজিবুর রহমান প্রমুখ।
মতবিনিময় সভা শেষে সদর উপজেলার রাঘবপুর কেন্দ্রের চাষী বাবলু ও আজহার আলীর জমিতে গিয়ে সরাসরি বেডে আখ রোপন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি।
মহাব্যবস্থাপক (কৃষি) তারেক ফরহাদ জানান, জয়পুরহাট সুগার মিলের নিয়ন্ত্রাধীন ৫ জেলার ১৫টি উপজেলায় একযোগে ১ সেপ্টেম্বর এ আখ রোপন কার্যক্রম শুরু হল।
তিনি আরো জানান, এবার মিল এলাকায় ৬ হাজার একর জমিতে আখ রোপনের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে।
উদ্বোধনী দিনে প্রধান অতিথি, মিলের ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক (কারখানা) পুলক সরকার, মহাব্যবস্থাপক (অর্থ) সেলিম মিয়াসহ মিলের অন্যান্য কর্মকর্তারা খনজনপুর, চকশ্যামসহ বিভিন্ন এলাকায় চাষীদের নিয়ে আখ রোপন কার্যক্রমে অংশগ্রহণ করেন।