কুষ্টিয়ায় গড়াই নদে নৌকাবাইচ চলাকালীন দর্শনার্থীদের অতিরিক্ত যাত্রী বোঝাই একটি নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এতে একজন নিখোঁজ রয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। শুক্রবার বিকালের দিকে শহরের ঘোড়ারইঘাট এলাকায় গড়াই নদে নৌকাটি ডুবে যায়। নিখোঁজ যাত্রীর পরিচয় জানা যায়নি।
নৌকা ডুবির ঘটনায় গুরুতর আহত দুইজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
আহতরা হলেন-কুষ্টিয়া সদর উপজেলার বাহাদুরখালি গ্রামের করিম শেখের মেয়ে রুমা বেগম (৩৫) ও একই উপজেলার ভবানীপুর গ্রামের সালামত শেখের ছেলে রব্বানী (৩৬)।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকালের দিকে গড়াই নদে নৌকাবাইচ প্রতিযোগিতা চলছিল। এ উপলক্ষে হাজারো মানুষের ঢল নামে। বাইচ দেখতে আসা দর্শনার্থীদের অতিরিক্ত যাত্রী বোঝাই একটি নৌকা ডুবে যায়। এসময় নৌকার যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও একজন যাত্রী নিখোঁজ হয়। আহত হন আরো দুজন। গুরুতর আহত অবস্থায় দুইযাত্রী কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।
এ বিষয়ে কুমারখালী ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. বখতিয়ার উদ্দিন বলেন, নিখোঁজ একজনকে উদ্ধারে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন।