কালকিনি(মাদারীপুর) প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কালাই সরদারেরচর গ্রামে বর্তমান ইউপি সদস্য দুলাল সরদারের সমর্থক জসিম ও পরাজিত ইউপি সদস্য আবদুল্লাহ বেপারীর লোকজন দীর্ঘদিনের দ্বন্দ্বে মারামারির ঘটনা সমাধান করতে গিয়ে পুনরায় সংর্ঘষের ঘটনা ঘটে।
এ সময় উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে।
আজ সকালে এ ঘটনা ঘটে। ঘটনা স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়ন রয়েছে।
পুলিশ স্থানীয় সুত্রে জানাযায়, কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য মোঃ দুলাল সরদারের সমর্থক জসিম ও পরাজিত প্রার্থী আব্দুল্লাহ বেপারীর লোকজনের সাথে দীর্ঘদিন যাবত দ্বন্দ চলে আসছে।
দুই পক্ষের দ্বন্দে কিছু দিন আগের উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ৮ জন আহত হয়েছিল।
আজ শুক্রবার সকালে সমিতির হাট বাজার কমিটির নেতৃত্বে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার উদ্দেশ্য দুই পক্ষের লোকজন নিয়ে আপস মিমাংসায় বসেন।
সালিশ মিমাংসার এক পর্যায় জসিমের উশৃংখল কথার জেরে কথা-কাটাকাটির মধ্যেই পুনরায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
এসময় মকছেদ বেপারী (৫৫),শুকুর বেপারী (৬৫),জুলহাস (৩৫),মুন্নী বেগম(২১)জাহাঙ্গীর হাওলাদার, নুরুল ইসলাম হাওলাদার সহ উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে কালকিনি স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল ও বরিশাল সেবাচিম হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়ন রয়েছে।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি মোঃ শামিম হোসেন বলেন, এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন রয়েছে। মামলা করলে মামলা নিবো।