দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড বড় করে টি-২০ লিগ আয়োজন করতে যাচ্ছে। লিগের নাম দেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকা-২০ (এসএ-২০)। আগামী ১৯ সেপ্টেম্বর খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত হবে। ওই নিলামে বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত ও অস্ট্রেলিয়ার ক্রিকেটার নিবন্ধন করেছেন।
এসএ-২০ অনুষ্ঠিত হবে জানুয়ারি-ফেব্রুয়ারিতে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিপিএলের স্লট নির্ধারণ করা হয়েছে ওই জানুয়ারি-ফেব্রুয়ারিতে। আবার আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ-২০-এর সূচিও রাখা হয়েছে জানুয়ারি-ফেব্রুয়ারিতে। শুধু তাই নয় অস্ট্রেলিয়ার বিগ ব্যাশও শুরু হবে কাছাকাছি সময়ে।
নিজ দেশের লিগ থাকা স্বত্ত্বের বাংলাদেশ, অস্ট্রেলিয়া, আমিরাতের ক্রিকেটার এসএ-২০ লিগে খেলার জন্য নিবন্ধন করেছেন বলে সংবাদ মাধ্যম ক্রিকবাজ জানিয়েছে। দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের বরাত দিয়ে তারা জানিয়েছে, ১৮ দেশের ৫৩৩ জন ক্রিকেটার খেলার আগ্রহ প্রকাশ করে নিবন্ধন করেছেন।
বিপিএল ও দক্ষিণ আফ্রিকার লিগ একই সময়ে।
ওই নিবন্ধনের তালিকায় আছেন রুয়ান্ডা, কানাডা, ওমান, বারমুডা, সুইডেন ও নামিবিয়ার ক্রিকেটারও। ইংল্যান্ডের একশ’র ওপরে ক্রিকেটার নিবন্ধন করেছেন। তবে দক্ষিণ আফ্রিকা লিগের ক্লাবগুলোর মালিকানা যেহেতু আইপিএলের মালিকানাধীন প্রতিষ্ঠান নিয়েছে সেজন্য কোন পাকিস্তানের ক্রিকেটার নিবন্ধিত হননি।
দক্ষিণ আফ্রিকার লিগে খেলার জন্য দ্বিতীয় সর্বোচ্চ ৫০ জন নিবন্ধন করেছেন ওয়েস্ট ইন্ডিজ থেকে। দিনেশ চান্দিমাল, কুলশ পেরেরা, কুশল মেন্ডিসসহ ৩০জন নিবন্ধন করেছেন শ্রীলঙ্কা থেকে। ১০ জিম্বাবুয়ের ক্রিকেটার আছেন। এসএ-২০ লিগের কমিশনার গ্রায়েম স্মিথ বলেছেন, ‘লিগে খেলার জন্য ক্রিকেটারদের আগ্রহ দেখে আমরা খুশি। কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দ্রুতই আমরা নিবন্ধিত খেলোয়াড়ের তালিকা প্রকাশ করবো।’