গল্প নির্ভর কিছু সিনেমা সম্প্রতি ভালো ব্যবসা করায় আবারও সরব হয়ে উঠেছে ঢালিউড। দীর্ঘদিনের জমে থাকা সিনেমাগুলো মুক্তি দিতে নেমেছেন প্রযোজক-পরিচালকেরা। সেপ্টেম্বর মাস জুড়ে মুক্তি পেতে যাচ্ছে বেশ কিছু নতুন সিনেমা।
এক মাসে মুক্তির অপেক্ষায় ৯টি সিনেমা! মাস কয়েক আগেও ছিল না এমন চিত্র। বাংলা সিনেমা নিয়ে হতাশ ছিলেন সংশ্লিষ্টরা। তবে এ দৃশ্য বদলে যায় গত ঈদ থেকে। সেপ্টেম্বর মাসে এবার আছে নতুন সিনেমা মুক্তির হিড়িক। এ মাসের পাঁচ শুক্রবারে মুক্তির জন্য ৯টি সিনেমার আবেদন জমা পড়েছে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতিতে। যেসব সিনেমায় আছেন জয়া আহসান, মাহিয়া মাহি, নুসরাত ফারিয়া, ইমন, সিয়াম, সাইমনের মতো জনপ্রিয় তারকারা। আছেন হুমায়রা সুবাহ, নিশাত নাওয়ার সালওয়ার মতো নবাগত অনেকেই।
প্রযোজক-পরিবেশক সমিতির তালিকা অনুযায়ী, আগামী ২ সেপ্টেম্বর মুক্তি পাবে রকিবুল আলম রকিবের ‘ভাইয়ারে’, ৯ সেপ্টেম্বর থাকবে আবুল কালাম আজাদের ‘ও মাই লাভ’ ও শামীম আহমেদ রনীর ‘লাইভ’, ১৬ সেপ্টেম্বর মোস্তাফিজুর রহমান মানিকের ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ ও সাইদুল ইসলাম রানার ‘বীরত্ব। ২৩ সেপ্টেম্বর মুক্তি পাবে মাহমুদ দিদারের ‘বিউটি সার্কাস’ আর দীপংকর দীপনের ‘অপারেশন সুন্দরবন। ৩০ সেপ্টেম্বর মুক্তি পাবে রফিক শিকদারের ‘বসন্ত বিকেল’ ও ডায়েল রহমানের ‘ঈশা খাঁ।
তবে এ মাসে সৈকত নাসিরের ‘বর্ডার’, নিয়ামুল মুক্তার ‘রক্তজবা’ ও আশুতোষ সুজনের ‘দেশান্তর’ মুক্তির কথা শোনা গেলেও মুক্তি পাচ্ছে না সিনেমাগুলো।
বছর শেষ হতে বাকি এখনও ৪ মাস। এ সময়কে ‘সিনেমার সময়’ বলে মনে করছেন অনেকেই। মুক্তির অপেক্ষায় থাকা বেশ কয়েকটি সিনেমা নিয়ে আগ্রহী দর্শক। মানসম্মত সিনেমা মুক্তি পেলে বাংলা সিনেমার নতুন এ জোয়ার চলবে বিরামহীন এমনটাই প্রত্যাশা ভক্তদের।