ঝালকাঠি প্রতিনিধি:
দেশ জুড়ে বিএনপি’র নৈরাজ্য সৃষ্টি, সন্ত্রাসী কর্মকান্ড এবং জনস্বার্থ বিরোধী কর্মসূচির প্রতিবাদে ঝালকাঠিতে টানা ৩য় দিনের মতো সমাবেশ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় জেলা আওয়মী লীগ আয়োজিত শহরের ফায়ার সার্ভিস মোড়ে অনুষ্ঠিত এই কর্মসূচির প্রতিবাদ সভায় জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. খান সাইফুল্লাহ পনির, যুগ্ম সম্পাদক তরুণ কর্মকার, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক খসরু নোমান, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাফিজ আল মাহমুদ, আওয়ামী লীগ নেতা মঈন তালুকদার, যুবলীগ আহ্বায়ক রোজাউল করিম জাকির জেলা ছাত্র লীগ সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ মধু প্রমূখ দলীয় নেতা কর্মীরা বক্তব্য রাখেন। বক্তারা এই সকল কর্মকান্ড পরিবার করে উন্নয়ন মূখী বাংলাদেশের কাতারে আসার আহ্বান জানান।