এবারের এশিয়া কাপের মঞ্চে দ্বিতীয়বারের মতো মুখোমুখি হতে যাচ্ছে ভারত-পাকিস্তান। বিশ্ব ক্রিকেটের অন্যতম চাহিদাসম্পন্ন এই ম্যাচে দুই চির-প্রতিদ্বন্দ্বী আছে বিপরীত অবস্থানে। গ্রুপ পর্বে ভারতের কাছে হারের বদলা নিতে আজ (৪ সেপ্টেম্বর) মাঠে নামবে বাবর আজমের পাকিস্তান।
অন্যদিকে চলতি এশিয়া কাপে টানা দ্বিতীয়বারের মতো পাকিস্তানকে হারাতে পারলে ফাইনালে যাওয়ার পথে একধাপ এগিয়ে যাবে রোহিত শর্মার ভারত। এই ম্যাচে দুই চির প্রতিদ্বন্দ্বীর মধ্যে ফেভারিট হিসেবে এগিয়ে থাকবে ভারত।
গ্রুপ পর্বে টানা দুই ম্যাচ জিতে সুপার ফোরে জায়গা করে নিয়েছে নীল জার্সিধারীরা; যার মধ্যে রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জয়ও ছিল।
অন্যদিকে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ হারলেও হংকংকে পাড়ার দল বানিয়ে বিশাল বড় জয় তুলে নিয়ে নিজেদের আত্মবিশ্বাস চাঙা করে নিয়েছে পাকিস্তানও।
দুই চির প্রতিদ্বন্দ্বীর সুপার ফোরের এই মহারণ আজ বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে। বাংলাদেশের জিটিভি এবং নাগরিক টিভি খেলাটি সরাসরি সম্প্রচার করবে।