ভারতের লিজেন্ডস লিগ ক্রিকেট টুর্নামেন্টে গৌতম গাম্ভীরের দলে খেলবেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা। প্লেয়ার্স ড্রাফট থেকে তাকে দলে ভিড়িয়েছে ইন্ডিয়া ক্যাপিটালস।
আসন্ন এলএলসি টুর্নামেন্টে অংশগ্রহণ করবে মোট চারটি দল। ৬টি ভিন্ন শহরে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ১৫টি ম্যাচ। আগামী ১৬ সেপ্টেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে হবে উদ্বোধনী ম্যাচ।
এলএলসিতে সাধারণত অবসর নেয়া ক্রিকেটাররাই অংশগ্রহণ করে থাকেন। মাশরাফী ২০২০ সালে শেষবারের মতো ক্রিকেট খেললেও এখনও আনুষ্ঠানিক অবসর ঘোষণা করেননি।
এলএলসির আগের আসর অনুষ্ঠিত হয়েছিলো ওমানের মাসকটে। সেবার দল ছিল তিনটি। চ্যাম্পিয়ন হয়েছিলো ড্যারেন সামির নেতৃত্বাধীন জায়ান্টস।
আরও পড়ুন: ট্রান্সজেন্ডার মডেলের প্রেমে মজেছেন এমবাপ্পে!
এদিকে, এলএলসি’র মূল আসর শুরুর আগে ইন্ডিয়া মহারাজা ও ওয়ার্ল্ড জায়ান্টসের মধ্যকার একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে। যেখানে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ওয়েন মরগ্যানের নেতৃত্বে ওয়ার্ল্ড জায়ান্টসের হয়ে খেলবেন ম্যাশ।