বিশ্ব পরিস্থিতির কথা মাথায় রেখে সবক্ষেত্রে সাশ্রয়ী হতে আবারও আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, বিশ্বে যুদ্ধ বাধলে নিজেদের খাদ্য নিজেরাই উৎপাদন করবো। তবু কারও কাছে হাত পাতবো না। তাই সবাইকে আরও উৎপাদনমুখী হওয়ার তাগিদ দেন তিনি।
রোববার (৪ সেপ্টেম্বর) বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী। সেতুটি ঝালকাঠির রাজাপুর ও পিরোজপুরের বেকুটিয়া মহাসড়কে কচা নদীর উপর নির্মিত।
উদ্বোধনী অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, চলমান যোগাযোগ অবকাঠামোগুলো চালু হলে দেশের অর্থনীতির আরও উন্নতি হবে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রের অবরোধের কারণে মূল্যস্ফীতি বেড়েছে। তাই বিদ্যুৎ-পানি ব্যবহারে সবাইকে আগের থেকে আরও সাশ্রয়ী হতে হবে।