শুক্রবার মুক্তি পেয়েছে চলচ্চিত্র‘ভাইয়ারে’ এই চলচ্চিত্রে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন রাসেল মিয়া। এ ছাড়াও অভিনেত্রী এলিনা শাম্মী,জারা,হেলেনা জাহাঙ্গীর অভিনয় করেছেন।কয়েকদিন আগে হেলেনা জাহাঙ্গীর এই ছবি নিয়ে বলেছিলেন,ভাইয়ারে ছবিটি অজু করে দেখলেও অজু ভাঙবে না।
হেলেনা জাহাঙ্গীরের এই মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িরে পড়লে অনেক সমালোচনার জন্ম দেয়।
এর দুদিন পরেই রাসেল মিয়ার আরেকটি মন্তব্য শোরগোল ফেলে দেয়। গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি বলেন, এই ছবিটি ‘পাপমুক্ত’। কসম খেয়ে এই দাবি করতে করতে তিনি কেঁদে ফেলেন।
রাসেল মিয়া বলেন, ‘বলতে চেয়েছি ,আমি ব্যক্তিগত কোনো পাপ করিনি বা আমার টিমের কেউ কোনো পাপ করেনি। আমি বোঝাতে চেয়েছি ইন্ডাস্ট্রিতে হাজার হাজার ভালো মানুষ রয়েছে যারা কোনো প্রকার পাপ কাজের সাথে যুক্ত নয়। তারা শুধু সংস্কৃতিকে ভালোবেসেই সিনেমা’র সাথে যুক্ত হয়েছে বা সিনেমা বানাচ্ছে। আমি এটাই বোঝাতে চেয়েছি।
রাসেল মিয়া সিনেমা মুক্তির দিন একটি হল কানায় কানায় পূর্ণ দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন, আর তখনই কসম কেটে এমন মন্তব্য করেন। তার জন্য তিনি অনুতপ্ত বলে তিনি জানান।তিনি আরও বলেন, আমি একটি হলে গিয়ে দেখি হাউজফুল। আবেগ সামলাতে না পেরে সাংবাদিকদের সামনে বলে ফেলেছি,এটা পাপমুক্ত ছবি। আমি সিনেমাকে হালাল, হারাম বা পাপমুক্ত বলতে চাইনি। আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। আমি কারো বিশ্বাসে আঘাত করতে চাইনি।