রায়পুর, লক্ষ্মীপুর (প্রতিনিধি):
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ০৫ নং চরপাতা ইউনিয়নের ০৬ নং ওয়ার্ড পন্ডিত বাড়ীর দেলোয়ার হোসেনের ছোট মেয়ে সুমাইয়া আক্তার রিয়া তার প্রবাসী স্বামীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে। লক্ষ্মীপুর আদালতে নারী ও শিশু নির্যাতন আইনে মিথ্যা মামলা দায়ের করে বলে অভিযোগ করেন রিয়ার স্বামী সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম বলেন আমি দুবাই প্রবাসী, রিয়ার সাথে আমার ফেসবুকে পরিচয় হয় পরবর্তীতে আমি আমার পরিবারের অমতে রিয়াকে কোর্টে নিয়ে ৫ লক্ষ টাকা দেনমোহরে ৩১ ই জানুয়ারী ২০২১ সালে বিয়ে করি কিন্তুু বিয়ের পরে আমাদের একদিনের জন্যেও সংসার করা হয়নি রিয়ার পরিবার থেকে বলা হয়েছে আমি আবার বিদেশ থেকে ফিরলে অনুষ্ঠান করে রিয়াকে আমাদের বাড়ীতে তুলে দিলে তখন ঘর সংসার হবে। এর মাঝে রিয়ার পরিবার বিভিন্ন সময়ে আমার কাছ থেকে বিভিন্ন অজুহাতে ৭ লক্ষ টাকা ধার হিসেবে নিয়েছে যা থেকে পরবর্তীতে ১ লক্ষ টাকা ফেরত দিয়েছে আমি বাকি টাকার জন্য চাপ দিলে গত কিছুদিন আগে রিয়া আমার সাথে সংসার করবেনা বলে আদালতে আমার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মিথ্যা মামলা দায়ের করে এবং কে বা কাহারা আমাকে বিপদে ফেলতে ফেইক আইডি ব্যাবহার করে রিয়া এবং রিয়ার পরিবারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্ট এবং এডিটিংয়ের মাধ্যমে কুররুচিপূর্ণ ছবি পোস্ট করে যাহার কারনে রিয়ার বাবা বাদী হয়ে আমার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে আরেকটি মিথ্যা মামলা দায়ের করেন, এতে আমার মানসম্মান ক্ষুন্ন হয় এবং আমি মানসিকভাবে ভেঙে পড়ি, এতোকিছুর পরও আমি রিয়ার সাথে সংসার করতে ইচ্ছুক । আমি আমার বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার ও আমার পাওনা টাকা ফেরত পেতে প্রশাসনের সহযোগিতা চাই