শাহিনুর রহমান, নীলফামারী প্রতিনিধিঃ দেশব্যাপি অবৈধ ও অনিবন্ধিত ক্লিনিক, হসপিটাল ও ডায়াগনোস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযানের অংশ হিসাবে নীলফামারীর ডোমার উপজেলায় পালস্ হস্পিটাল এন্ড ডায়াগনোস্টিক সেন্টার বন্ধ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ডোমার বাসস্টান্ড এলাকায় অবস্থিত হসপিটালটিতে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ যৌথ অভিযান পরিচালনা করে বন্ধ ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রমিজ আলম।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রমিজ আলম ছাড়াও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রায়হান বারী ও মেডিকেল অফিসার ডা. মনিরুজ্জামান রুকু অভিযানে উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য র্মকর্তা ডা. রায়হান বারী জানান, দুপুরে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ যৌথভাবে ক্লিনিকটিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় হসপিটালটিতে কোন ডাক্তার ছিল না। একজন মাত্র নার্স উপস্থিত ছিলেন এবং লাইসেন্স না থাকায় বন্ধ ঘোষনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রমিজ আলম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রমিজ আলম হসপিটালটি বন্ধের সত্যতা নিশ্চিত করে জানান, অভিযান অব্যাহত থাকবে।