নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ডোমার উপজেলার মৎস্য কর্মকর্তার একের মধ্যে তিন কর্তার দায়িত্ব পালনে ব্যাহত হচ্ছে দাপ্তরিক কার্যক্রম, কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ জনগন।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ শারমিন আক্তার অন্যাত্র বদলী হওয়ায় উপজেলার চিলাহাটি স্থল বন্দরের দায়িত্বরত ফিসারিস কোয়ারেন্টাইন অফিসার আঙ্গুরী বেগগকে উপজেলা মৎস্য কর্মকর্তার অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। এবং অপরদিকে পার্শবর্তী ডিমলা উপজেলার মৎস্য কর্মকর্তা মোছাঃ শামীমা আক্তার মাতৃকালীন ছুটি থাকায় উক্ত ফিসারিস কোয়ারেন্টাইন অফিসার আঙ্গুরী বেগম ডিমলা উপজেলার মৎস্য কর্মকর্তার অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। তাই তিনি একের মধ্যে ৩ কর্মকর্তার দায়িত্ব পালন করছেন।
এ ব্যাপারে আঙ্গুরী বেগমের সাথে কথা বললে তিনি জানান, আমাকে ৩ স্থানে দায়িত্ব পালন করতে হচ্ছে। আমার একার পক্ষে ৩ স্থানে দায়িত্ব পালন করা সম্ভব নয়। এতে সময় মতো দাপ্তরিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।