কাতার বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ফ্রান্সের তারকা মিডফিল্ডার পল পগবা। হাঁটুর ইনজুরি থেকে মুক্তি পেতে অস্ত্রোপচার করতে বাধ্য হওয়ায় বিশ্বকাপ মিস করছেন এই য়্যুভেন্টাস তারকা।
ম্যানচেস্টার ইউনাইটেড থেকে এই গ্রীষ্মকালীন দলবদলে য়্যুভেন্টাসে যোগ দেন পগবা। যুক্তরাষ্ট্রের প্রাক-মৌসুম প্রস্তুতি ক্যাম্পে হাঁটুতে চোট পান এই ফরাসী তারকা। বিশ্বকাপ খেলার জন্য হাঁটুর অস্ত্রোপচার করতে চাননি পগবা। কিন্তু শেষ পর্যন্ত ইনজুরি মুক্ত হতে অপারেশন করতেই হচ্ছে এই মিডফিল্ডারকে।য়্যুভেন্টাস কোচ আলেগ্রি নিশ্চিত করেছেন জানুয়ারির আগে মাঠে ফেরা হবে না পগবার। যার ফলে নিশ্চিতভাবেই বিশ্বকাপ মিস করছেন এই তারকা।
ফ্রান্সের হয়ে এখন পর্যন্ত ৯১ ম্যাচ খেলেছেন পগবা, গোল করেছেন ১১টি। ২৩ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ ধরে রাখার অভিযান শুরু করবে ফ্রান্স।