সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভারতের কাছে যা যা চাওয়া হয়েছে তারা আমাদের সব দিয়েছেন।
বুধবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে ‘বিএসআরএফ সংলাপ’-এ অংশ নিয়ে তিনি এ কথা জানান। বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) এ সংলাপের আয়োজন করে।
সেতুমন্ত্রী বলেন, শেখ হাসিনা তিস্তার কথা বলতে ভুলে যাননি। যদিও পশ্চিমবঙ্গ থেকে কিছুটা আপত্তি আছে। আশা করি, সেটিও হয়ে যাবে।
বিএনপি হতাশায় থাকে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপির না পাওয়ার হতাশা থাকলেও আমাদের নেই। ভারতের সঙ্গে আপনারা দেয়াল তুলেছেন, আর আমরা সেই দেয়াল ভেঙে দিয়েছি। কোনো দেশের ছিটমহল এতো শান্তিপূর্ণভাবে হয়নি। আমরা ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই। বন্ধুত্ব থাকলে যে সমস্যা সেগুলো সমাধান হবে।
তিনি বলেন, নিজের দলে যাদের গণতন্ত্র নেই তারা কীভাবে দেশের গণতন্ত্র চায়।
বিএসআরএফ’র সভাপতি তপন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপের সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাসউদুল হক।
