টি-টোয়েন্টিতে সময়টা ভালো যাচ্ছিল না মুশফিকুর রহিমের। সবশেষ এশিয়া কাপেও হতাশ করেছেন ব্যাট হাতে। ব্যর্থ মিশন শেষে দেশে ফিরেই বিদায় জানান সংক্ষিপ্ত সংস্করণকে। তবে এ সংস্করণ থেকে হঠাৎ করে তার এমন অবসরের সিদ্ধান্ত মানতে পারছেন না সমর্থকরা। মিস্টার ডিপেন্ডেবলের কিছু একনিষ্ঠ ভক্ত ইতোমধ্যে তাকে টি-টোয়েন্টিতে ফেরাতে বসেছেন প্রতীকী অনশনে।
মুশফিককে টি-টোয়েন্টিতে ফেরানোর দাবিতে মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের ২ নম্বর গেটের সামনে বুধবার (৭ সেপ্টেম্বর) দ্বিতীয় দিনের মতো অবস্থান করেন তারা। এর আগে মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রথম দফায় তারা অনশন কার্যক্রম পালন করেন।
এশিয়া কাপে দুই ম্যাচ খেলে মুশফিকের ব্যাট থেকে আসে মাত্র ৫ রান। সবশেষ ৭ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে মাত্র ৭৩ রান। মিডল অর্ডারে দলের জন্য প্রয়োজনীয় রান আসছে না তার ব্যাট থেকে। চার দিকে তাই হচ্ছিলেন সমালোচনার শিকার। পারফরম্যান্স না করেও কেন দলের অটো চয়েজ এমন প্রশ্ন ভেসে বেড়াচ্ছিল সামাজিক মাধ্যমে।
নিজের সামাজিক মাধ্যমে বিভিন্ন সময়ে মুশফিকের করা বিতর্কিত পোস্টকে সামনে এনে নেটিজেনদের অনেকে তাকে ট্রল করতেও ছাড়েননি। শেষমেশ মুশফিক তাই সিদ্ধান্ত নিলেন টি-টোয়েন্টি থেকে অবসরের। তবে ওয়ানডে ও টেস্টে আরও কিছুদিন সার্ভিস দিয়ে যেতে চান বলেও জানান তিনি।
তবে মুশফিক ভক্তরা টি-টোয়েন্টি থেকে তার হঠাৎ এমন অবসর মানতে নারাজ। ভক্তদের বিশ্বাস মুশফিক এখনও টি-টোয়েন্টির জন্য আদর্শ ব্যাটার। সমালোচনার মুখেই তিনি এত তাড়াতাড়ি অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। দলকে মুশফিকের এখনও অনেক কিছু দেয়ার আছে। অনশনকারীদের চাওয়া, অবসর ভেঙে মিস্টার ডিপেন্ডেবল অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিন। অবসর যদি নিতেই হয়, তাহলে বিশ্বকাপ খেলে মাঠ থেকেই যেন তিনি বিদায় নেন।
প্রায় ১৬ বছরের ক্যারিয়ারে ১১৫ স্ট্রাইক রেটে ১০২ ম্যাচ খেলে মাত্র ১৯ দশমিক ৪৮ গড়ে টি-টোয়েন্টিতে দেড় হাজার রান করেছেন মুশফিক।