দেশের বিভিন্ন মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার (এমএফএসপি) এর প্রায় পাঁচ হাজার এজেন্ট গত চার মাসে হুন্ডির মাধ্যমে প্রায় ২৫ হাজার কোটি টাকা পাচার করেছে বলে জানিয়েছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এমএফএস-এর মাধ্যমে কোটি কোটি টাকার অর্থ পাচারের মূল হোতাসহ একটি গোষ্ঠীর ১৬ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া এ তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হলেন- আক্তার হাসান (৪০), দিদারুল আলম সুমন (৩৪), খোরশেদ আলম ইমন (২২), রুমন কান্তি দাস জয় (৩৪), রাশেদ মাঞ্জুর ফিরোজ (৪৫), মো. হোসাইনুল কবির (৩৫), নবীন উল্লাহ (৩৭), মো. জুনাইদুল হক (৩০), আদিবুর রহমান (২৫), আসিফ নেওয়াজ (২৭), ফরহাদ হোসেন (২৫), আব্দুল বাছির (২৭), মাহাবুবুর রহমান সেলিম (৫০), আব্দুল আউয়াল সোহাগ (৩৬), ফজলে রাব্বি (২৭) এবং শামীমা আক্তার (৩২)।
এ বিষয়ে রাজধানীর খিলগাঁও ও মোহাম্মদপুর থানায় মোট দুটি অর্থপাচারের মামলা হয়েছে। এ ঘটনায় শীঘ্রই চট্টগ্রাম কোতয়ালী থানায় আরেকটি মামলা দায়ের করা হবে।