কালকিনি(মাদারীপুর)প্রতিনিধিঃ
মাদারীপুর জেলার ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের পূয়ালী কমিউনিটি সেন্টার ব্যাবহারের অনুপোযোগি হওয়ায় বন্ধ ঘোষনা করা হয়েছে। অপরদীকে ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র টি দীর্ঘদীন থেকে অযত্ন অবহেলায় নিজেই মৃত্যুর দ্বার প্রান্তে এসে পৌছেছে। এখানে নেই কোন ডাক্তার,এস এম সি এস,নাউটগার্ড। এক জন ফার্মাসিস্ট থাকলেও দেওয়া হয়না তেমন কোন ঔষধ।চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হাজারও সাধারন মানুষ।
সরেজমিনে জানাযায়,ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের পূয়ালী গ্রামের পূয়ালী কমিউনিটি ক্লিনিক সেন্টার ভবনটি ভেঙ্গে চুড়ে ব্যাবহারের অনুপোযোগি হওয়ায় সেন্টার টি পরিত্যাক্ত ঘোষনা করা হয়েছে। সেন্টারের দায়িত্ব প্রাপ্ত স্বাস্থ্য কর্মির বাড়িতে বসে কোন রকম সেবা প্রদান করা হচ্ছে। অপর দিকে গোপালপুর ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র টি দীর্ঘদীন থেকে অযত্ন অবহেলায় নিজেই মৃত্যুর দ্বার প্রান্তে এসে পৌছেছে। এখানে ৪টি পদের বিপরিতে একজন ফার্মাসিস্ট দিয়ে চলছে খুরিয়ে খুরিয়ে স্বাস্থ্য সেবা। এ উপ-স্বাস্থ্য কেন্দ্রটিতে নাম মাত্র কোন রকম স্যালাইন,এ্যান্টাসিটসহ কয়েক রকম ঔষধ প্রধান করলেও চাহিদা অনুযায়ি সামান্য,নেই কোন গুরুত্বপূন ওষধ। উপ-স্বাস্থ্য কেন্দ্র ভবন মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ছাদের পলেষ্টার ধসে ধসে পড়ছে, উপরের টিনের চালাও মরিচা পরে খয়েখয়ে পরছে।দ্রুত নতুন ভবন নির্মাণ করা না হলে যে কোন সময় ভবন ধসে পড়ে ঘটতে পারে বড় রকমের দূর্ঘটনা।
স্থানীয় বিশিষ্ট সমাজ সেবক সমির চন্দ্র সরকার ও বাদশা সরদার জানান, এখানে কোন ডাক্তার নাই,তেমন কোন ঔষধ প্রদান করা হয় না, এখন পুরাতন ভবনে মাদকের আড্ডা খানায় পরিনত হয়েছে।
গোপালপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত(৭,৮ও৯)ওয়াডের মহিলা মেম্বার(প্যানেল চেয়ারম্যান)মোসাঃশিলা বেগম বলেন,নিন্ম আয়ের সাধারন মানুষ টাকার অভাবে বড় হাসপাতালের বড় কোন ডাক্তার ধারা চিকিৎসা নিতে পারেন না।তারা হাতের কাছে কমিউনিটি ক্লিনিকে গিয়ে স্বাস্থ্যসেবা গ্রহন করেন।এখন তাও বিভিন্ন সমস্যার কারনে বন্ধ।এখন অত্র এলাকার হাজারও মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত।তাই দ্রুত কমিউনিটি ক্লিনিকও গোপালপুর ইউনিয়ন-উপ-স্বাস্থ্য কেন্দ্রটির ভবন নিমার্ন করে চিকৎসা সেবা চালুর দাবি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে।
দায়িত্বরত ফার্মাসিস্ট,দ্বীপালি তালুকদার বলেন, চার দিক থেকে পলেস্টার খসে খসে পড়ে,সামান্য বৃষ্টি হলে ভবনে পানি আসে,সাপ কোপের ভয় সব সময় লেগেই থাকে দুদিন আগে একটি সাপ মেরেছি আমরা।
কালকিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা ডাঃ এস কে এম শিবলি রহমান বলেন, আমরা উর্ধতন কতৃপক্ষকে অবহিত করেছি এ ব্যাপারে অতিদ্রুত ব্যাবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।