ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে হেরোইন উদ্ধার করে এক যুবতীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ ওই যুবতী সহ তার পিতা-মাতার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। যদিও যুবতীর পিতা-মাতা পলাতক রয়েছেন। শুক্রবার সকালে গ্রেপ্তার যুবতীকে কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে।
জানাগেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের মানিককাজী এলাকার রিয়াজুল হকের বাড়িতে অভিযান চালায়। এসময় সেখান থেকে পুলিশ ৬ গ্রাম হেরোইন উদ্ধার করে। যার আনুমানিক বাজার মূল্য ৬০ হাজার টাকা। পুলিশের উপস্থিতি টের পেয়ে রিয়াজুল ও তার স্ত্রী গা ঢাকা দেয়।এসময় পুলিশ রিয়াজুলের মেয়েকে গ্রেপ্তার করে। মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে রিয়াজুল হক সহ তার স্ত্রী ও মেয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।
ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন বলেন, হেরোইন উদ্ধারের ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার তাকে কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে। এছাড়া আরো দু’জনের নামে মামলা হয়েছে তবে তারা পলাতক রয়েছে।