কুড়িগ্রাম প্রতিনিধিঃ বিস্কুট দেয়ার লোভ দেখিয়ে তিন বছরের এক শিশুকে নিজের ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেছে এক বৃদ্বা। এ ঘটনাটি ঘটেছে, শুক্রবার সকালে কুড়িগ্রামের উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পশ্চিম ফুলমতি গ্রামে। ঘটনার পর পুলিশ ধর্ষক নজরুল ইসলাম ( ৬০ ) কে আটক করেছে। স্পর্শ কাতর এ ঘটনায় শিশুটির পরিবার ফুলবাড়ী থানায় নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছে।
পুলিশ জানায় শুক্রবার সকাল বেলা একই গ্রামের মৃত বগরুদ্দীনের ছেলে নজরুল ইসলাম পাশের বাড়ীর মিন্টু মিয়ার তিন বছরের শিশু কন্যাকে বিস্কুট দেয়ার লোভ দেখিয়ে নিজে ঘরে ডেকে নেয়। এ সময় নজরুল মিয়ার বাড়িতে কোন লোকজন ছিল না। এ সুযোগে মানবরুপি ওই নরপশু শিশুটিকে কোলে নিয়ে ধর্ষণ করে। এ-সময় শিশুটির আর্তচিৎকারে লোকজন ছুঁটে আসে ঘটনাস্থলে। তারা ধর্ষনের আলামত দেখে নজরুলকে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে ধর্ষককে আটক করে থানায় নিয়ে যায়। পরে শিশুর বাবা মিন্টু মিয়া বাদী হয়ে নারী শিশু নির্যাতন দমন আইনে ফুলবাড়ী থানায় মামলা করে।
শিশুটির মা রশিদা বেগম জানান, মেয়েকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। ছোট্ট শিশুকে অমানষিক নিযার্তন করা হয়েছে। আমি এর সুষ্টু বিচার চাই।
ফুলবাড়ী থানার অফিসার ইনর্চাজ ফজলুর রহমান জানান, এ ঘটনায় নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের পর শিশুটির জবান বন্দী রের্কড করার জন্য শুক্রবার শিশু আদালতে পাঠানো হয়েছে।