২০২১ সালে ‘সূর্যবংশী’ সিনেমায় অক্ষয় কুমারের সঙ্গে অভিনয় করার পর আবার রুপলি পর্দায় দেখা যাবে ক্যাটরিনা কাইফকে।
৪ নভেম্বর ‘হরর কমেডি’ ঘরানার ছবি ‘ফোন ভূত’-এ অভিনয় করতে দেখা যাবে ক্যাটরিনাকে। সহ-অভিনেতা হিসেবে থাকবেন সিদ্ধান্ত চতুর্বেদী, ঈশান কাট্টার এবং জ্যাকি শ্রফ।
২০০৩ সালে ‘বুম’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখলেও ক্যাটরিনার প্রথম ছবি হিট করেনি। এর ঠিক এক বছর পর একটি তেলুগু ছবিতেও অভিনয় করেন তিনি। একটি মাত্র দক্ষিণী ছবিতে অভিনয় করে তিনি আবার বলিউডে ফিরে আসেন।
‘ম্যায়নে পেয়্যার কিঁউ কিয়া’ থেকে শুরু করে ‘নামাস্তে লন্ডন’, ‘নিউ ইয়র্ক’, ‘মেরে ব্রাদার কি দুলহান’, ‘ওয়েলকাম’, ‘টাইগার’-এর মতো একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন দর্শককে।
বর্তমানে বলিউডে উপার্জনের দিক দিয়ে শীর্ষে থাকা অভিনেত্রীদের মধ্যে ক্যাটরিনা অন্যতম। সূত্রের তথ্যানুযায়ী, ৩০৬ কোটি রুপি মূল্যের সম্পত্তি রয়েছে অভিনেত্রীর কাছে।
গণমাধ্যমের খবরে জানা গেছে, ছবি প্রতি ১০ কোটি রুপি পারিশ্রমিক পান ক্যাটরিনা।
বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপনের জন্য শুট করতেও দেখা যায় অভিনেত্রীকে। আগের বিজ্ঞাপনের জন্য তিনি যত পরিমাণ পারিশ্রমিক পেয়েছিলেন, তার থেকেও ৪০ শতাংশ বেশি পারিশ্রমিক আদায় করেন ক্যাট।
মুম্বাইয়ে বান্দ্রা অঞ্চলে আট কোটি ২০ লাখ রুপি মূল্যের তিন-বেডরুমবিশিষ্ট একটি ফ্ল্যাট কিনেছেন অভিনেত্রী।
মুম্বাইয়ে বান্দ্রা অঞ্চলে আট কোটি ২০ লাখ রুপি মূল্যের তিন-বেডরুমবিশিষ্ট একটি ফ্ল্যাট কিনেছেন অভিনেত্রী।
মুম্বাইয়ের আন্ধেরি এলাকায় ৪৫ কোটি রুপি দামের একটি ফ্ল্যাটও রয়েছে তার। এছাড়াও বান্দ্রাতে একটি পেন্টহাউস কিনেছেন তিনি।
জানা গেছে, সম্প্রতি লন্ডনে সাত কোটি রুপি মূল্যের একটি বাংলো কিনেছেন অভিনেত্রী।
ক্যাটরিনার শখ নামি ব্র্যান্ডের গাড়ি নিজের সংগ্রহে রাখা। তার বাড়ির গ্যারেজে সারি দিয়ে দাঁড়িয়ে রয়েছে বহুমূল্য গাড়ি। দুই কোটি ৩৭ লাখ রুপি মূল্যের একটি ‘রেঞ্জ রোভার ভোগ’ রয়েছে তার।
৮০ লাখ রুপি অডি কিউ ৭ এবং ৫০ লাখ রুপি মার্সিডিজ এমএল৩৫০ রয়েছে অভিনেত্রীর।
এছাড়া ল্যান্ড রোভার, অডি কিউ ৫-এর মতো বহুমূল্য গাড়ি কিনেছেন ক্যাটরিনা।
২০০৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল হাস্যরসে পরিপূর্ণ ‘ওয়েলকাম’ ছবিটি। এই ছবির একটি গানের দৃশ্যে ক্যাটরিনাকে ইতালির বিখ্যাত ‘পুচি’ ব্র্যান্ডের একটি পোশাক পরতে দেখা যায়।
এই পোশাকটির মূল্য দুই কোটি ৬২ লাখ রুপি। সূত্রের খবর, ইতালির বিখ্যাত ডিজাইনার এমিলিও পুচি এই পোশাকটি ক্যাটরিনাকে উপহার দিয়েছিলেন।
অস্ট্রেলিয়ার বিখ্যাত ফ্যাশন ডিজাইনার অ্যালেক্স পেরি অভিনেত্রীকে দু’লাখ রুপি মূল্যের একটি সাদা গাউন উপহার দিয়েছিলেন।
গেভিন মিগুয়েলের ডিজাইন করা দু’টি গাউন পরবেন ক্যাটরিনা, ‘ব্যাঙ্গ ব্যাঙ্গ’ ছবির শ্যুটিং চলাকালীন এই সিদ্ধান্তই নেওয়া হয়েছিল। একটি লাল ও একটি কমলা রঙের গাউন বানাতে খরচ পড়েছিল এক কোটি রুপি।
প্রযোজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছিল, এত রুপি দিয়ে গাউন কেনা সম্ভব নয়। ক্যাটরিনা তখন নিজেই গাউন দু’টি কিনে ফেলেন। বর্তমানে তার বহুমূল্য পোশাকের সংগ্রহে এই গাউন দু’টিও রয়েছে।