প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে গলায় ফাঁস দিয়ে হতাশাগ্রস্থ এক ব্যক্তি আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে, শুক্রবার(৯সেপ্টেম্বর) রাতে উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের পাড়মৌলা গ্রামে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, ওই গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে বয়লার মুরগী ব্যবসায়ী মঞ্জু মিয়া(৫০) সকলের অগোচরে শুক্রবার রাতে নিজ শয়ন ঘরের তীরের সাথে গলায় দঁড়ি দিয়ে আত্মহত্যা করে। পরে বাড়ির লোকজন তার লাশ ফাঁসে ঝুলতে দেখে চিৎকার দিলে এলাকাবাসীরা ছুটে আসে। পরে স্থানীয় চিকিৎসক এসে তাকে মৃত ঘোষনা করে। খবর পেয়ে রাজারহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহালের পর আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করে। মঞ্জু মিয়া ডাংরারহাট এলাকায় বয়লার মুরগীর খামার দেন। সেখানে লোকসান হলে কিছুদিন আগে একটি ইজিবাইক কিনেন। সেখানেও তার ব্যবসা সফল হয়নি। ফলে দীর্ঘদিন ধরে সংসারে অভাব অনটন ও ঋণগ্রস্থ হয়ে পরায় মানসিক ভারসাম্য হারান তিনি বলে তার পরিবারের লোকজন জানান।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ রাজু সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে। থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে। হতাশায় ও মানসিক ভারসাম্যহীন হয়ে পরায় সে আত্মহত্যা করেছে।