রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাট সদর উপজেলার মোহাম্মদাবাদ ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবারে মোহাম্মদাবাদ ইউনিয়ন বিএনপির আয়োজনে আউশগাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত সম্মেলনে বক্তব্য রাখেন বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ শামছুল হক, যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন, মাসুদ রানা প্রধান, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক হেনা কবীর, যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা ডিউক, জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ প্রধান।
সম্মেলনে আগামী তিন বছরের জন্য সভাপতি পদে আব্দুল আলিম, সহ-সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক পদে রেজাউল করিম, সহ সাধারণ সম্পাদক পদে নিজাম উদ্দিন বাবু, সাংগঠনিক সম্পাদক ফরিদ উদ্দিন নির্বাচিত হয়েছেন।