কুড়িগ্রাম প্রতিনিধিঃ জ্বালানী তেল সহ সকল পণ্য সামগ্রীর মূল্য বৃদ্ধি, ভোলা ও নারায়নগঞ্জে বিএনপি নেতা কর্মীকে হত্যার প্রতিবাদে জেলার উলিপুরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে উলিপুর বি.এন.পি ভবন চত্বরে উলিপুর উপজেলা বি.এন.পি আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বি.এন.পি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, কুড়িগ্রাম জেলা বিএনপি’র সভাপতি তাসভীর উল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ,জেলা বি.এন.পি’র সহ সভাপতি তারিক আবু আলা চৌধুরী,যুগ্ম সম্পাদক আশরাফুল হক রুবেল প্রমুখ ।
এ সময় বক্তারা জ্বালানী তেল সহ সকল প্রকার দ্রব্যের দাম কমিয়ে জনগনের ভোগান্তি কমানোর দাবি জানান।
বিএনপি’র পূর্ব নির্ধারিত এ কর্মসূচীকে ঘিরে উলিপুর পুলিশ প্রশাসনে ব্যাপক তৎপরতা লক্ষকরা গেছে। বিএনপি’র অনেক নেতা কর্মীকে উলিপুরে ঢুকতে দেয়নি বলে অভিযোগ করেছে স্থানীয় বিএনপি।