কচুয়ার ভূঁইয়ারা উবিতে নব-নির্মিত ভবন ও শেখ রাসেল ডিজিটাল ল্যাবের উদ্বোধন
মোঃ জুয়েল রানা, কচুয়া (চাঁদপুর) প্রতিনিধিঃ
চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ের নব-নির্মিত চার তলা ভবন ও শেখ রাসেল ডিজিটাল ল্যাবের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে চারতলা ভবন ও ল্যাবের শুভ উদ্বোধন করেন, সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
বিদ্যালয়ের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মবিনের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান জালালের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির, ইউএনও নাজমুল হাসান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, পৌর মেয়র নাজমুল আলম স্বপন, ঢাকা আইনজীবি সমিতির সিনিয়র সহ-সভাপতি এ্যাডভোকেট দেলোয়ার হোসেন পাটোয়ারী, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গাজী আব্দুল আহাদ, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবুল, ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন সুলতানা, সাবেক প্রধান শিক্ষক দুলাল চন্দ্র সরকারসহ আরো অনেকে।
এসময় অনুষ্ঠানে রাজনৈতিক বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য বৃন্দ,শিক্ষক, অবিভাবক,শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
