কালকিনি(মাদারীপুর)প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের পূর্ব আলিপুর গ্রামের ২৪০ নং পিএসইউ-তে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) কর্তৃক পরিচালনাধীন চলমান হাউজহোল্ড ইনকাম এন্ড এক্সপেন্ডিচার সার্ভে ২০২২ এর তথ্যসংগ্রহ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন পরিকল্পনামন্ত্রী এম.এ.মান্নান, এমপি। আজ রবিবার সকালে মাঠপর্যায় এসে পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য তাহমিনা সিদ্দিকী, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন, এনডিসি, বিবিএস এর মহাপরিচালক মো: মতিয়ার রহমান এবং মাদারীপুর জেলার জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, প্রকল্পের প্রকল্প পরিচালক ড. দিপংকর রায়, উপপ্রকল্প পরিচালক মহিউদ্দিন আহমেদ, এমপিএইচ, ঢাকা বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের যুগ্মপরিচালক এইচ এম ফিরোজ ও কালকিনি উপজেলা নির্বাহী অফিসার পিংকি সাহা এবং মাদারীপুর জেলার পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মো: মাজেদুল ইসলাম-সহ স্থানীয় জনপ্রতিনিধি ওরাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্ত্রী হাউজহোল্ড ইনকাম এন্ড এক্সপেন্ডিচার সার্ভে ২০২২ এর তথ্যসংগ্রহ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, দেশের দারিদ্র্য পরিস্থিতির হালনাগাদ চিত্র বের করতে এ জরিপের তথ্য খুবই গুরুত্বপূর্ণ। তিনি বছরব্যাপী এ কার্যক্রমের সাফল্য কামনা করেন।
স্থানীয় সাংবাদিকের এক প্রশ্নের জবাবে বলেন, একশত টাকা,এক কোটি টাকা চুরি করেছে,এগুলি অভিযোগ,অভিযোগ উঠলে অভিযোগ দেয়ার জায়গা কোট কাচারি আছে। এর বাইরে জনগন আছে,এর বাইরে আর কোন পথ নাই।
জনগনের যে আদালত, এটা পাঁচ বছর পরপর নির্বাচনের মাধ্যমে বসে।এখন যদি বলেন,নির্বাচন হেত দিব না,ওমুক থাকতে পারবে না।এগুলো গ্রহনযোগ্য কথা নয়,এভাবে রাজনীতি করা যাবে না।নির্বাচন সময় মতই হবে।আমি বিএনপিকে আহবান করি, আপনারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুন।