ব্রিটেনের সবচেয়ে দীর্ঘমেয়াদী শাসক রানি দ্বিতীয় এলিজাবেথ ৯৬ বছর বয়সে মারা গেছেন। মৃত্যুর পর তার ছেলে তৃতীয় চার্লস দেশটির নতুন রাজার মুকুট পড়তে যাচ্ছেন। তবে, মৃত্যুর আগে রানি কী পরিমাণ সম্পদ রেখে গেছেন, তা নিয়ে অনেকের মধ্যে কৌতূহল দেখা দিয়েছে!
সংবাদমাধ্যম ফরচুন বলছে, রানি এলিজাবেথ ৫০০ মিলিয়ন ডলারের বেশি সম্পদের মালিক ছিলেন। উত্তরাধিকারী হিসেবে এই সম্পদ পেয়েছেন চার্লস। তবে, পুরো ব্রিটিশ সাম্রাজ্যের মূল্য অন্তত ৮৮ বিলিয়ন মার্কিন ডলার।
রানির আয়ের বড় একটি অংশ এসেছে সার্বভৌম অনুদান নামে পরিচিত করদাতা তহবিল থেকে। ব্রিটিশ রাজপরিবারকে এর মাধ্যমে বার্ষিক অর্থ দেওয়া হয়।
সংবাদমাধ্যমটি আরও বলছে, এলিজাবেথের মা মারা যাওয়ার পর ৮৫ মিলিয়ন ডলার পেয়েছিলেন তিনি। স্বামী প্রিন্স ফিলিপের মৃত্যুর পর আরও ১২ মিলিয়ন ডলার পেয়েছিলেন রানি। এ ছাড়া ক্রাউন এস্টেটের লভ্যাংশ থেকে ১৫ শতাংশ পেতেন এলিজাবেথ। ওই এস্টেটের দাম প্রায় ১০ বিলিয়ন ডলার।
শুধু তাই নয়, রিয়েল এস্টেটসহ বেশি কিছু জায়গায়ও বিনিয়োগ করেছেন রানি এলিজাবেথ। বহু দামের আর্ট কালেকশন, গয়না রয়েছে তার। এই সবকিছুই এখন রাজা চার্লসের।