শাহরিয়ার মাসুদ
২ আগষ্ট ২০২২ মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি চীনের নিয়মিত হুমকি ও সর্তকতা উপেক্ষা করে তাইওয়ান সফরে যান। তিনি স্বায়ত্তশাসিত দ্বীপটির প্রতি যুক্তরাষ্ট্রের সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন। যুক্তরাষ্ট্রের নির্বাচিত উচ্চপর্যায়ের কোনো কমর্কতা ২৫ বছরে এই প্রথম তাইওয়ান সফরে যান। এর আগে ২ এপ্রিল ১৯৯৭ রিপাবলিকান নিউ গিংরিচ তাইওয়ান সফরে যান। ১৪ আগষ্ট ২০২২ মার্কিন আইন প্রণেতাদের একটি দল তাইওয়ান সফর করে। আর এই সফরকে কেন্দ্র করে চীন বিভিন্ন পদক্ষেপ নিয়েছে—
সামরিক মহড়া: ৪ আগষ্ট ২০২২ তাইওয়ানকে ঘিরে থাকা অঞ্চলগুলোতে চীন বিশাল সামরিক মহড়া শুরু করে দিয়েছে। তাইওয়ান উপত্যকায় সামরিক মহড়ায় দূরপাল্লার গোলাও ছোড়া হয়। এই উপত্যকা চীন থেকে তাইওয়ানকে বিছিন্ন করেছে। জবাবে তাইওয়ান ও সামরিক মহড়া চালায়।
বানিজ্যিক নিষেধাজ্ঞা: ৩ আগষ্ট ২০২২ তাইওয়ান থেকে ফল ও মাছ আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এর মধ্যে অতিরিক্ত কিটনাশকের উপস্থিতি পাওয়ায় এই লেবুজাতীয় ফলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তবে তাইওয়ানের কৃষিপন্যের ওপর এমন নিষেধাজ্ঞা এবারই প্রথম নয়, ২০২১ সালে চীন কীটপতঙ্গ পাওয়ার অভিযোগ তুলে আনারস আমদানি করে।
তাইওয়ান নিয়ে নতুন শ্বেতপত্র: ১০ আগষ্ট ২০২২ তাইওয়ান নিয়ে নতুন একটি শ্বেতপত্র প্রকাশ করে চীন। নতুন এই শ্বেতপত্রে তাইওয়ানে হংকংয়ের মতো ‘এক দেশ, দুই নীতি’ মডেল প্রস্তাব করে। তবে তাইওয়ানের ভিতরে তৃতীয় পক্ষের কোনো ধরনের উস্কানি বা বিছিন্নবাদী আচরণ বরদাস্ত করবে চীন। প্রয়োজনে তাইওয়ান অধিগ্রহণ করার পর সেখানে সামরিক বাহিনী পাঠাবে। চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হওয়ার পর তাইওয়ানকে স্বায়ত্তশাসনের আশ্বাস দেওয়া হয় সেই শ্বেতপত্রে। ১১ আগষ্ট ২০২২ তাইওয়ানের মেইনল্যান্ড অ্যাফেয়ার্রস কাউন্সিল শ্বেতপত্রে প্রস্তাবিত ‘এক দেশ, দুই নীতি’ মডেল প্রত্যাখান করে।