আশরাফুল ইসলাম,নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মহাদেবপুরে জেলা এনএসআই গোয়েন্দা তথ্য ও সক্রিয় অংশগ্রহণে এনএসআই ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে অবৈধ ভাবে মজুতকৃত ২৬০০ বস্তা সার উদ্ধার করেছেন। গতকাল ১১সেপ্টেম্বর সন্ধ্যা ছয়টায় মহাদেবপুর উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও)আবু হাসান এর নেতৃত্বে কৃষি অফিসার অরুণ কুমার এর উপস্থিতিতে চারমাথা বগের মোড়ে মেসার্স গোবিন্দ ট্রেডাস এ অভিযান পরিচালনা করেন। সরেজমিনে দেখা যায়, অভিযানে মেসার্স গোবিন্দ ট্রেডার্স এর প্রোপাইটর গোবিন্দ খৈতান তার বগের মরে মূল গোডাউনের পরিবর্তে কলেজপাড়া সংলগ্ন দুইটি গোডাউনে অবৈধভাবে ২২৭০ বস্তা ডিএপি এবং ৩৩০ বস্তা এমওপি সার ও ২৬০০ বস্তা চাউল মজুদ রাখেন।সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর (১)ধারায় দশ হাজার টাকা জরিমানা করা হয়।পাশাপাশি উদ্ধারকৃত সার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তত্ত্বাবধানে সরকার নির্ধারিত মূল্যে বিক্রির নির্দেশনা প্রদান করা হয়।