স্কটল্যান্ড থেকে আজ লন্ডনে নেয়া হবে রানি এলিজাবেথকে বহনকারী কফিন। সোমবার (১২ সেপ্টেম্বর) এডিনবরায় সেইন্ট গাইলস ক্যাথেড্রালে রানির প্রতি শ্রদ্ধা জানায় হাজার হাজার মানুষ।
দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, বালমোরাল প্রাসাদ থেকে ৬ ঘণ্টার শবযাত্রা শেষে এডিনবরায় পৌঁছায় এলিজাবেথের মরদেহ। কফিনের ওপর রাখা হয় রানির মুকুট। ১২ শতকের গির্জাটির সামনে সকাল থেকেই ছিল সাধারণ মানুষের লম্বা লাইন। প্রায় রাতভর ছিল ভিড়।
আনুষ্ঠানিকতা ঘিরে স্কটল্যান্ডে নেয়া হয় কঠোর নিরাপত্তা। রানির কফিনের পাশে দেখা যায় তার পরিবারের সদস্যদেরও। রাজা চার্লস ও তার সহোদরেরা ছিলেন সেখানে। কফিনের সাথেই এডিনবরায় গিয়েছেন প্রিন্সেস অ্যানি, প্রিন্স অ্যান্ড্রু ও প্রিন্স এডওয়ার্ড।
১৯ সেপ্টেম্বর লন্ডনে হবে রানির শেষকৃত্য। সেখানে উপস্থিত থাকবেন সারা বিশ্বের সরকার, রাষ্ট্র প্রধান ও তাদের প্রতিনিধিরা। ওয়েস্ট মিনিস্টার অ্যাবেতে চিরনিদ্রায় শায়িত হবেন তিনি।