রুশ বাহিনীর কাছ থেকে ৬ হাজার বর্গকিলোমিটার এলাকা পুনরুদ্ধার করেছে ইউক্রেন। এমন দাবি করেছেন প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি।
সোমবার (১২ সেপ্টেম্বর) এক ভিডিওবার্তায় প্রেসিডেন্ট জানান, উত্তর-পূর্বাঞ্চলীয় সীমান্ত এলাকায় ব্যাপক সাফল্য পেয়েছে ইউক্রেন সেনারা। ২৪ ঘণ্টায় মুক্ত করেছে ২০টি এলাকা। পরিকল্পনা অনুযায়ী ইউক্রেনীয় বাহিনী আরও পূর্ব ও দক্ষিণাঞ্চলে অগ্রসর হচ্ছে।
গত সাত মাসের যুদ্ধে মস্কো এখনই সবচেয়ে কোণঠাসা অবস্থায় বলে দাবি করেন জেলেনস্কি। বলেন, আরও অনেক জায়গাতেই রাশিয়ার প্রতিরক্ষা ঘাঁটির কাছাকাছি পৌঁছে গেছে ইউক্রেন সেনারা। ফ্রন্টলাইন থেকে পিছু হটছে মস্কো বাহিনী। আটকও হয়েছে বহু রুশ সেনা। তবে সংখ্যা নিশ্চিত করেনি জেলেনস্কি প্রশাসন।
এদিকে খারকিভে রুশ হামলায় প্রাণ গেছে এক জনের। আরও একটি বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়েছে পুতিন বাহিনী। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে খারকিভসহ বেশ কিছু এলাকা।