সদ্য প্রয়াত ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথের জন্য শোক প্রকাশ করতে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের শোক বইয়ে স্বাক্ষর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) ঢাকায় নিযুক্ত ব্রিটিশ রবার্ট চ্যাটারটন ডিকসন দুটি ছবি সংযুক্ত করে দেওয়া এক টুইটার পোস্টে এ তথ্য জানান।
টুইট বার্তায় ব্রিটিশ হাইকমিশনার লেখেন, মহামান্য রানী দ্বিতীয় এলিজাবেথের জন্য শোক বই স্বাক্ষরের জন্য আসা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে পেরে আমি কৃতজ্ঞ। মাননীয় প্রধানমন্ত্রী মহামান্য রানীর জ্ঞান ও প্রজ্ঞা এবং মহামান্যের সঙ্গে তার ও তার বাবার (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান) বহু বৈঠকের কথা স্মরণ করেছেন।
প্রসঙ্গত, গত ৮ সেপ্টেম্বর ব্রিটেনের সবচেয়ে দীর্ঘমেয়াদে রাজত্ব করা রানি দ্বিতীয় এলিজাবেথের (৯৬) মৃত্যু হয়। তার শেষকৃত্যে যোগ দিতে লন্ডন যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জানা গেছে, আগামী ১৯ সেপ্টেম্বর রানির শেষকৃত্য অনুষ্ঠান সামনে রেখে ১৫ সেপ্টেম্বর যুক্তরাজ্যে যাবেন প্রধানমন্ত্রী।