মনিকা, রাঙামাটি জেলা প্রতিনিধি : রাঙামাটিতে কর্মরত গণমাধ্যমকর্মীদের নিয়ে তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক দুইদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।
’দি এশিয়া ফাউন্ডেশন’ এর অর্থায়নে এবং ‘আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস্’ এর বাস্তবায়নে ‘প্রমোটিং এনগেইজমেন্ট অব সিভিল সোসাইটি ইন গভর্নেন্স প্রসেস অব চিটাগাং হিলট্রাক্টস’প্রকল্পের অধীনে রাঙ্গামাটি পার্বত্য জেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে তথ্য অধিকার আইন ২০০৯’ এর উপর দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোমবার সকাল ১০টায় এই প্রশিক্ষণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক আল মামুন।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বেসরকারি উন্নয়ন সংস্থা আশিকার নির্বাহী পরিচালক বিপ্লব চাকমা, অ্যাডভোকেট কক্সি তালুকদার, প্রশিক্ষক মোস্তাফিজুর রহমান, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল প্রমুখ।উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠানে রাঙামাটিতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অর্ধশত গণমাধ্যমকর্মী অংশগ্রহন করেন। মঙ্গলবার দুপুর পর্যন্ত এই প্রশিক্ষণ অনুষ্ঠান চলবে।