মীর দুলাল (হবিগঞ্জ) জেলা প্রতিনিধি
হবিগঞ্জের বাহুবল উপজেলায় অবৈধ ভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলার প্রশাসন।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর ২২) ইং সন্ধ্যায় বাহুবল উপজেলার প্রশাসনের উদ্যোগে অভিযান পরিচালনা করে ফজল রহমান নামের একজনকে ৫০ হাজার টাকা জরিমানা, ১ হাজার ঘনফুট বালু ও ১ টি ট্রাক জব্দ করা হয়।
বাহুবল উপজেলা সহকারী কমিশনার( ভুমি) রহুল আমিনের নেতৃত্বে উপজেলার পুরাতন রোডের ঢাকা সিলেট মহাসড়কের বড়গাও নামক স্থানে অবৈধ ভাবে স্তুপ করে রেখে ট্রাকে তোলা হচ্ছে মাটি বালু!
এসময় ভ্রাম্যমান আদালত ফজল রহমান নামে একজনকে আটক করে ৫০ হাজার টাকা জরিমানা করে।
ফজল রহমান উপজেলার বড়গাও গ্রামের জাফর খানের ছেলে।
সহকারী কমিশনার (ভুমি) মোঃ রুহুল আমিন এর নেতৃত্বে দুপুরে পুটিজুরি ইউনিয়নে আহমদপুর গ্রামে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে পুকুর থেকে অনুমোদনহীন ভাবে বালু উত্তোলন করায় ৩ টি ড্রেজার মেশিন ও ৫ শ ঘনফুট বালু জব্দ করা হয়।