ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনকে নৈশভোজের আমন্ত্রণ জানিয়েছেন।
২২ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এ কে আব্দুল মোমেনকে নৈশভোজের আমন্ত্রণ জানিয়েছেন এস জয়শঙ্কর।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বিদায়ী ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। এ সময় তিনি এস জয়শঙ্করের পক্ষে আব্দুল মোমেনকে নৈশভোজের আমন্ত্রণ পত্রটি পৌঁছে দেন।
দোরাইস্বামী জানান, চলতি মাসে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনের ফাঁকে ২২ সেপ্টেম্বর একটি নৈশভোজের আয়োজন করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। এ নৈশভোজে যোগ দেওয়ার জন্য ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানান রাষ্ট্রদূত।
ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণটি আন্তরিকভাবে গ্রহণ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।